মানিকগঞ্জের সাটুরিয়া ইউএনও কমপ্লেক্স মিলনায়তনে জাতিসঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ এও) বালাইনাশকের খালি বোতল, প্যাকেজিং এর অনিয়ন্ত্রিত ও অনিরাপদ নিষ্পত্তির কারণে ক্রমবর্ধমান পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনি পাইলট প্রোগ্রাম চালু করেছে।
আজ (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে খালি বোতল ও প্যাকেজিং এর নিরাপদ নিষ্পত্তির মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) মোঃ খায়রুল কবির।
প্রধান অতিথি উপস্থিত কৃষক ও বালাইনাশক ব্যবসায়ীদের কৃষি বর্জ্যের ক্ষতির কারণ তুলে ধরেন এবং এই বর্জ্য স্বেচ্ছায় সংগ্রহ ও সংগ্রহস্থলে সংরক্ষণের জন্য উৎসাহ দেন।
সভাপতি মোঃ ইকবাল হোসেন প্লাষ্টিকের বোতল কীটনাশকের প্যাকেজিং ইত্যাদি পরিবেশের জন্য হুমকি। এসব বর্জ্য সংগ্রহ করে রিসাইক্লিং এবং ধ্বংসের এই প্রকল্পের উদ্যোক্তাদের সাধুবাদ জানায়। এবং এর জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফ এও এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের জাতীয় প্রজেক্ট ডিরেক্টর মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বালাইনাশক ডিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে কৃষিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশকের ঝুঁকি প্রশমন বিষয়ক ব্যবহার বিধি সম্পর্কে প্রাক্টিক্যাল ধারনা দেওয়া হয়।