সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশের সকল অর্জনে যুবসমাজের গৌরবোজ্জল ভুমিকা রয়েছে। বিশেষ করে গত জুলাই বিপ্লবে যুবসমাজ অগ্রনী ভুমিকা পালন করেছে। সঠিক নেতৃত্বের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিতে হবে। দেশের সেবায় কাজ করার মানসিকতা তৈরী করতে হবে। সেক্ষেত্রে খেলাধুলা ও বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
তিনি মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ৫নং পুর্ব আলীরগাও ইউনিয়নের কুটাপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে মাসব্যাপী কুটাপাড়া ৭ম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এর আগে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেরগুল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন রাজু, আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাবেক সভাপতি হাজী ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোাস্তফা আহমেদ, পশ্চিম আলীরগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর মেম্বার, আলীরগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খাঁন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির সদস্য আব্দুর রশিদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আজির উদ্দিন, উপজেলা যুবদল নেতা মাসুক আহমদ, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন সাজু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মঞ্জুর আহমেদ, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা হাবিবুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদ উল্লাহ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আব্দুল গণি, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হোসেন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।