সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেছেন, “ছাত্ররা নতুন একটা দল করছেন, যাদের বয়স ২৬ থেকে ২৮ এর মধ্যে। এ বয়সে কি তাদের ভবিষ্যৎ জীবন গড়বে না রাজনীতি করবে।
এ বয়সে তো তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার কথা। অথচ তারা এ বয়সেই দল গঠনের রাজনীতিতে জড়িয়ে গেছে। শুনেছি,তারা নাকি সারাদেশে হুলুস্থল পাকিয়ে সব থানায় কমিটি বানিয়েছে। এই বাচ্চারা কমিটি বানালেই কি জনগণ ভোট দিবে?। তাদের তো কেউ চিনে না জানে না।
আজ(২৫ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাসের রহমান বলেন,আমি যখন রাজনীতিতে আসলাম তখন আমার বয়স চল্লিশ ছিল। আজকে ৬৪ বছর বয়সে এসে দেখছি,২৬ বছরের ছেলে সে একটা দলের নেতা। এ ধরনের কাজ পৃথিবীর কোথাও নেই। ২৬-২৮ বছরের ছেলেরা দল করবে। নির্বাচনে প্রার্থী দিবে। এটি অবিশ্বাস্য । এটি দেশের জনগণ ভালভাবে নেবে না। তিনি বলেন- এই ২৬ বছর বয়সে ছাত্র-জনতার আন্দোলনের নামে তারা উপদেষ্টা হয়েছেন। ভোটের মাঠে এই বাচ্চা ছেলেদের কেউ চিনবে কি না ? আর তাদের দেখে দেশের মানুষ ভোট দিবে এটি কারো মনে বিশ্বাসও জন্মাবে না। কারণ রাজনীতিতে পরিপক্কতা লাগে। অভিজ্ঞতা লাগে। রাজনীতি তো হাতের মোয়া নয়। আজকে ২৬/২৮ বছরের ছেলেরা রাজনীতিতে আসছে। যে বয়সে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার কথা। অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা। রাজনীতি করে তো আর টাকা কামানোর কথা না। একমাত্র দুইনম্বরী ছাড়া রাজনীতিতে টাকা কামানোর সুযোগ নেই।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসের রহমান বলেন, আগে সিস্টেম ছিল ইউনিয়ন নেতৃবৃন্দ আগ্রহ তালিকা তৈরী করে দিত। সে তালিকা দেখে থানা কমিটি অনুমোদন দিতো। দলের আগের সিস্টেম পাল্টে গেছে। দলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সিস্টেমে ভোটাভুটি হচ্ছে, এতে আমরা যেমন মজা পাচ্ছি,তেমনিভাবে দলীয় নেতাকর্মী সবাই মজা পাচ্ছেন। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন, তৃণমূল থেকে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা কমিটি ভোটাভুটির মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব বানাবে।
ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুল আলম কোরেশী মান্নুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সুনীল কুমার দাশ, মো.ফখরুল ইসলাম ও মুজিবুর রহমান মজনু।
এতে আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আয়াছ আহমদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্র ধর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ ফয়সল আহমদ,তোফায়েল আহমদ তুয়েল, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদসহ নয়টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ আহমেদের সঞ্চালনায় সম্মেলন উদ্ভোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক মো.বদরুল আলম।
এদিকে সম্মেলন ঘিরে আগে থেকেই তৃণমুলের বিএনপির নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ।