দেশের নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন সুবর্ণা, মো. ফাহাদ ইসলাম, আব্দুল হামিদ, আনোয়ারুল ইসলাম, মাইদুল মণ্ডল, গৌতম কুমার দাশ প্রমুখ।
বক্তারা দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি এবং ধর্ষণের ঘটনা বৃদ্ধির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
শিক্ষার্থীদের দাবি, দেশে নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সাধারণ জনগণের জীবন আরো হুমকির মুখে পড়বে। তাই তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।