বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যাগে পবিত্র কুরআন শরীফ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
"আল কুরআনের আলোঘরে ঘরে জালো"এই স্লোগানকে কেন্দ্র করে বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর এর পক্ষ থেকে প্রকাশনা উৎসব ও কুরআন শরীফ বিতরণ এর আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আখতারুজ্জামান খান উপাধ্যক্ষ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,বরিশাল।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম ও শিবিরের অন্যন্যা দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ হাতেম আলী কলেজ শিবিরের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ।
এসময় বক্তারা বলেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার্থীদের মধ্যে ইসলামের অনুশাসন মেনে চলতে হবে এবং কুরআন পড়ে আদর্শবান হিসেবে নিজেকে গড়তে হবে।