× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরে সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন একজন। আজ (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে দিগপাইত- সরিষাবাড়ী তারাকান্দি মহাসড়কের মহাদান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোনাপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং আহত সাব্বির হোসেন একই এলাকার মোঃ বাবু মিয়ার ছেলে। 

পুলিশ সূত্র জানায়, নিহত ও আহত ব্যক্তিরা সাপ্লাই পানির বোরিং এর কাজ করেন। তারা আজ রাতে মোটরসাইকেল যোগে বগুড়া হতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকার দিকে যাচ্ছিলেন। 

স্থানীয় লাঞ্জু মিয়া জানান, সকালবেলায় একটি মোটরসাইকেল সহ রক্তাক্ত অবস্থায় দুজন ব্যক্তিকে রাস্তার পাশে নারিকেল গাছের নিকট পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন মৃত এবং একজন গুরুতর আহত ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, সম্ভবত ঘুমের কারণে মোটরসাইকেলের ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নারিকেল গাছের সাথে ধাক্কা খেয়ে এদুর্ঘটনার স্বীকার হয়েছেন।

এসআই রাশেদুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে একজনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.