× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি নেতাকর্মীদের নামে গরু ছাগল লুটের অভিযোগ; থানায় মামলা নিতে গড়িমসি

বাগেরহাট জেলার প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ঘটনার দশদিন পার হয়ে গেলেও গরু ছাগল লুটের মামলা নেয়নি পুলিশ। বিএনপি নেতাকর্মীদের নামে থানায় অভিযোগ দেওয়ার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় স্থানীয় পুলিশ ফাঁড়ি এবং থানায় অভিযোগ দিয়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী ওই বিধবা নারী। তদন্তের দোহাই দিয়ে মামলা রেকর্ড করেনি পুলিশ। ভুক্তভোগী মোড়েলগঞ্জ উপজেলার খারইখালি এলাকার মৃত মন্টু হাওলাদার এর স্ত্রী রিনা বেগম এসব তথ্য জানান। 

রিনা বেগম তার অভিযোগে বলেন শনিবার দিবাগত সন্ধা ৭টার দিকে তার বাড়িতে হানা দিয়ে সশস্ত্র দুর্বত্তরা ৪টি গরু ও ১টি রাম ছাগল নিয়ে যায়। যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ঘটনায় রবিবার একই এলাকার ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। গরু ও ছাগল লুটের অভিযোগে রবিবার বিকেল ৪টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘একই গ্রামের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল খালেক কাজীর ছেলে সোহাগ ও হাসিব কাজীর নেতৃত্বে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ৪টি গরু ও ১টি ছাগল লুট করে নিয়ে যায়।

থানায় অভিযোগ দেওয়ার দশদিন পার হয়ে গেলেও মামলা রেকর্ড কেরেনি মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তদন্ত চলছে বলে বারবার জানানো হচ্ছে তাদের। অপরদিকে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় বাড়িতে ফিরতে পারছে না অভিযোগকারী রিনা বেগম। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রিনা বেগমের চারটি গরুর মধ্যে তিনটি গরু ফেরত দেওয়া হয়েছে। ঘটনার দিন রাতে স্থানীয় বাজারে তার রাম ছাগলটি দিয়ে ভুরিভোজ করে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীরা এবং পরের দিন একই বাজারে লুট করা গরু রান্না করে ভুরি ভোজের আয়োজন করে তারা। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ৪০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করতে চাপ দিচ্ছে অভিযুক্তরা।

তবে পঞ্চকরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাওলানা আব্দুল খালেক কাজী বলেন, গরু-ছাগল লুটের কোন ঘটনাই ঘটেনি। আওয়ামী লীগের কতিপয় নেতা ও তাদের দোসরেরা আমার (খালেক মাওলানার) সুনাম ক্ষুন্ন করার জন্য পরিকল্পিতভাবে গরু ছাগল লুটের অভিযোগ সাজিয়েছে। তারা এ অভিযোগ প্রমান করতে পারবেনা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, গরু ছাগল কেড়ে নেওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি । নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শুরু হয়েছে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.