× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক সেবনকারী গ্রেফতার

আরিফ খন্দকার, কুষ্টিয়া

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনকালে এক নারী ও এক পুরুষ গ্রেফতার। 

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, আজ ২৪/০২/২০২৫ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালি থানাধীন ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকায় মাদক সেবনকালে হাসিবুর রহমান সাগর (৩৪) ও মোছা : শাম্মি খাতুন (২৭) কে গ্রেফতার করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রাসেল কবির ও ইকবাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পরবর্তীতে কুষ্টিয়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলো (গাঁজা) ধ্বংস করে এবং দুই মাদক সেবনকারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(ক) ধারায়  ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে এমন অভিযান চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.