× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে ইউএনও রতন কুমার অধিকারী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোয়াইননঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,যার যার ধর্মের প্রতি বিশ্বাস ও সম্মান রেখে অন্য ধর্মের প্রতি কটাক্ষ অসম্মান না করে বর্তমান শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

শুধু উচ্চশিক্ষা নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতার পাঠ শেখাতে সজাগ দৃষ্টি রাখতে হবে শিক্ষকদের। নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে সমাজের প্রতিটি পর্যায়ের মানুষকে ভূমিকা রাখতে হবে।

সোমবার ২৪ ফেব্রয়ারী দুপুরে গোয়াইনঘাট উপজেলার পুকাশ স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রতন কুমার অধিকারী বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষার চর্চা করানো অতীব জরুরি। জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে এই শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিক শিক্ষার অভাবে পরিবার ও সমাজে নানা সমস্যার সৃষ্টি হয়, যা কোনোভাবেই কাম্য নয়। আরেক দিক বিবেচনা করলে দেখা যায়, পরিবারে গড়ে উঠছে না নৈতিক মূল্যবোধের পরিবেশ অথচ পরিবারে যদি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের সন্নিবেশ ঘটত তবে, কোনোদিন সে পরিবারের সন্তান লম্পট আর খারাপ চরিত্রের অধিকারী হতে পারত না।

তিনি আরো বলেন,পরিবার এবং সমাজের পরিবেশ অনৈতিকতায় ভরে থাকবেই বা না কেন, যেখানে হাতের কাছেই পাওয়া যাচ্ছে অপরাধের সব উপকরণ।তাই আমাদের সকলকে স্ব স্ব অবস্থান থেকে সজাগ দৃষ্টি ও সতর্ক থাকতে হবে।

পুকাশ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক ভাই চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন, অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এম এ রহিম,ওয়ার্ল্ড ভিশন এর এরিয়া ম্যানেজার শেলী তেরেজা কস্তা,৩ নং ওয়ার্ড সদস্য মাসুক আহমেদ,হোয়াটসঅ্যাপ এস ফারুক আহমদ,লুৎফুর রহমান,ব্যবস্থাপনা কমিটির সদস্য আজিদ উল্লাহ, মোঃ জালাল উদ্দিন,কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল আমিন সহ শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা লোকসংগীত দেশাত্মবোধক গান ছড়া কবিতা আবৃত্তি ও বাল্যবিবাহ প্রতিরোধ নাটিকা প্রদর্শন করা হয়। রিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.