ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিশাল মিছিল বের হয়েছে। আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাববেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সমাবেশ সফল করতে সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নুর আলমের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া টেংকের পার হতে মুক্তমঞ্চের সমাবেশে যুবদলের এ মিছিলটি যোগ দেয়। সরাইল উপজেলা যুবদলের এ মিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক এস এন তরুন দে। এছাড়াও সরাইল উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মি বৃন্দ।