লালমনিরহাটে ডাকাতির পরিকল্পনা কালে ৫ জনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। ২৩ তারিখ ভোর ৪টায় অভিযান চালিয়ে সীমান্ত আবাসিক হোটেল থেকে অই ৫ জন ডাকাতকে হেফাজতে নেয় পুলিশ।আটককৃত আসামিদের সারাদেশের বিভিন্ন জেলায় ৭টির ও অধিক মামলা রয়েছে।
আটককৃত আসামিরা হলেন, হররাম চাপারহাট,লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার আব্দুল হামিদ খান(৩৮) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ জিয়ানগর থানার মো: লিটন(৪৫),হাঁটু বালিগাঁও, থানা- টঙ্গিবাড়ি, জেলা-মুন্সিগঞ্জে, মো: আয়নাল হক(৩৮),মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার নয়ন সরকার গোপাল(৩৮)।
ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রইতপুরের মো: আমির হোসেন(৪৮) কে গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা পুলিশ গ্রেফতারের সময় আসামিদের কাছে ডাকাতের কাজে ব্যবহৃত একটি চাপাতি, পাঁচটি মোটা রশি, একটি বাট যুক্ত চেইন, দুইটি কষ্টেপ, একটি চাকু, একটি গামছা পাওয়া যায়। ডাকাতির পরিকল্পনার অভিযোগে লালমনিরহাট সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে।
লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক(তদন্ত) বাদল কুমার মন্ডল জানায় প্রথম অবস্থায় তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অস্বীকার করে পরে তাদের মাঝে অসংগতি দেখে আমাদের সন্দেহ আরো দৃঢ় হয় পরে আটক করে থানায় নিয়ে আসা হয়।এ বিষয়ে আমরা বিজ্ঞ আদালতের নিকট রিমান্ডের আবেদন করবো।