× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে ডাকাতির পরিকল্পনা কালে আটক-৫

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রতিনিধি।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

লালমনিরহাটে ডাকাতির পরিকল্পনা কালে ৫ জনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। ২৩ তারিখ ভোর ৪টায় অভিযান চালিয়ে সীমান্ত আবাসিক হোটেল থেকে অই ৫ জন ডাকাতকে হেফাজতে নেয় পুলিশ।আটককৃত আসামিদের সারাদেশের বিভিন্ন জেলায় ৭টির ও অধিক মামলা রয়েছে।

আটককৃত আসামিরা হলেন, হররাম চাপারহাট,লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার আব্দুল হামিদ খান(৩৮) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ জিয়ানগর থানার মো: লিটন(৪৫),হাঁটু বালিগাঁও, থানা- টঙ্গিবাড়ি, জেলা-মুন্সিগঞ্জে, মো: আয়নাল হক(৩৮),মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার নয়ন সরকার গোপাল(৩৮)।

ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রইতপুরের মো: আমির হোসেন(৪৮) কে গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা পুলিশ গ্রেফতারের সময় আসামিদের কাছে ডাকাতের কাজে ব্যবহৃত একটি চাপাতি, পাঁচটি মোটা রশি, একটি বাট যুক্ত চেইন, দুইটি কষ্টেপ, একটি চাকু, একটি গামছা পাওয়া যায়। ডাকাতির পরিকল্পনার অভিযোগে লালমনিরহাট সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে।

লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক(তদন্ত) বাদল কুমার মন্ডল জানায় প্রথম অবস্থায় তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অস্বীকার করে পরে তাদের মাঝে অসংগতি দেখে আমাদের সন্দেহ আরো দৃঢ় হয় পরে আটক করে থানায় নিয়ে আসা হয়।এ বিষয়ে আমরা বিজ্ঞ আদালতের নিকট রিমান্ডের আবেদন করবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.