× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমজানে ওষুধসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখার দাবি

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরে পবিত্র মাহে রমজানে ওষুধসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখার দাবিতে মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন ক্যাব। আজ (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে ক্যাবের রংপুর মহানগর ও জেলা শাখা। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত ওষুধসহ নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে আসন্ন পবিত্র মাহে রমজানের মধ্যে নিত্যপণ্যের মূল্য সব থেকে বেশি বৃদ্ধি পাবে। পবিত্র রমজানকে লক্ষ করে এখনই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার অস্থির করে তুলছে। চাল, চিনি, তেল, পেঁয়াজ, আলু, আদা, মসলা, আটা-ময়দা, বোতলজাত পানি, ডিম ও মাংসসহ কোন ব্যবসা এখন আর সিন্ডিকেটের বাইরে নেই। সিন্ডিকেট ভাঙ্গার কোন উদ্যোগ নেই। বরং একেক সময় একেক সিন্ডিকেট করে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। 

বক্তারা আরও বলেন, নিত্যপণ্যের মুল বৃদ্ধি পেলে আলোচনা হলেও একেবারে নিরবভাবে প্রতিদিন ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ওষুধের মুল্য বৃদ্ধির সাথে চিকিৎসার নামে চলছে প্রতারণা। চিকিৎসা দেয়ার পূর্বে অযাচিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দেশে চিকিৎসার নামে অরাজকতার জন্য বাংলাদেশের বেশির ভাগ মানুষ পার্শ্ববর্তী দেশসহ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এতে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। এটা বন্ধ করে দেশেই সুচিকিৎসা নিশ্চিত করার আহবান জানান সরকারের প্রতি। 

মানববন্ধনে কনজুমার এসোসিয়েশন ক্যাব রংপুর জেলার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, কনজুমার এসোসিয়েশন ক্যাব রংপুর মহানগর শাখার সভাপতি দিলীপ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠু, জেলার সাধারণ সম্পাদক আমিরুল ইসলা রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.