× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন

এম এ কালাম, ময়মনসিংহ

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাঁচ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে।

আজ (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। এসময় কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। পরে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, ম্যাটস শিক্ষার্থীদের অযৌক্তিক চার দফা দাবি অযৌক্তিক। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। কোনো শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করবে না।

শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, আমরা আজকে 'একাডেমিক কমপ্লিট শাটডাউন’ শুরু করেছি। আমাদের দাবি আদায় না হলে আন্দোলন চলবেই। শিক্ষার্থী জেনিন ফাতেমা নামের আরেকজন বলেন, আমাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখাচ্ছে না কর্তৃপক্ষ। তাদের এই উদাসীনতায় আমরা ক্ষুব্ধ।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান বলেন, শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেছে। এতে কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তারা দাবি আদায়ে অনড়।
এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.