খাগড়াছড়ি দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ০৩ নং বোয়ালখালী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ০১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে দীঘিনালা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব।
এ সময় সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ১নং কবাখালী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন, বিশেষ অতিথি হিসেবে কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিবু চন্দ্র দে, সাংবাদিক সোহেল রানা, দীঘিনালা উপজেলায় প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, বিএনপির নেতা মোঃ শাহ আলম প্রমুখ বক্তব্যদেন।
এতে বক্তারা বলেন, ‘আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে। তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়।’