রংপুরে তারাগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্টে’ ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে ইকরচালী ইউনিয়ন পরিষদের সামন থেকে ওই চেয়ারম্যানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম।
ইদ্রিস উদ্দিন উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এ কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন তিনি।
স্থানীয়রা জানান, রোববার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হাইএক্স গাড়িতে ডিবি পুলিশের একটি টিম ইকরচালী ইউনিয়ন পরিষদে আসে। সেখান থাকা চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন বাঁধা দিলে তাদের অফিসে যেতে বলা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে আজ দুপুরে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। তাঁর নামে মহানগর কোতোয়ালি থানায় মামলা আছে।
মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই সাড়ে ৩টার দিকে টাউন হলের সামনে হত্যার উদ্দেশ্য গুলি চালানো হয়। এ ঘটনায় রংপুর নগরীর বাবুখা এলাকার আবু সাঈদ মিয়া (৪০) বাদী হয়ে ৭ নভেম্বর ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে আসামী করে রংপুর মহানগর কোতোয়ালি থানায় হত্যা চেষ্টার মামলা করেন।
অপারেশন ডেভিল হান্টে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।