নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অবৈধ মামলা প্রত্যাহার ও ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত শামিম ও তোরাবের নিঃশর্ত মুক্তির দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বনপাড়া ও বড়াইগ্রামের সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে গত রোববার নাটোর-পাবনা মহসড়কের বনপাড়া পৌরশহরে এ মানববন্ধন করা হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, মো আসাদুজ্জামান, বনপাড়া পৌর বিএনপি’র সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, বিএনপি নেতা আলম হোসেন, মঞ্জুর রহমান প্রমুখ।
বক্তাগণ ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত বনপাড়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম মোল্লা ও পৌর বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদাক তোরাব আলীর নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। উল্লোখ্য তাদের উভয়কেই স্থানীয় ডা. আয়নুল হক হত্যা মামলায় অভিযুক্ত করে কারাদন্ডাদেশ দেয়া হয়।