× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে বিএনপির কর্মী সমর্থকের দু'গ্রুপের সংঘর্ষ- আহত-৩

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯ পিএম

ছবিঃসংগৃহীত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীর কর্মী সমর্থকের দু'গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছে।

আজ (২৩ ফেব্রুয়ারী) সকাল সারে দশটায়  পবিপ্রবি ক্যাম্পাসের মুক্ত বাংলা  চত্ত্বরে এ হামলা সংঘর্ষের ঘটনাটি ঘটে।

ক্যাম্পাস সুত্রে জানাযায়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় যোগদিতে আলতাফ হোসেন চৌধুরী  পবিপ্রবির ক্যাম্পাসে আসেন।  এসময় আলতাফ হোসেন চৌধুরীকে তার অনুগত কর্মী-সমর্থকরা  জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপুর নেতৃত্বে মুক্তবাংলা চত্ত্বরে স্বাগত জানাতে জমায়েত হয়।   

এ অনুষ্ঠানে দাওয়াত না করায়  আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে বেল্লাল, রাসেল, বাবুলসহ ১০/১৫ জনের একটি গ্রুপ হামলা করলে দু'গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, বিএনপি নেতা জসিমউদদীন হাওলাদার, মতিউর রহমান দিপু  গুরুতর জখম হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ইব্রাহিমের অবস্থা অবনতি হলে তাকে  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় মতিউর রহমান দিপু বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে অনাকাঙ্খিত সহিংসতার ঘটনাটি ঘটেছে।

 উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরীর পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা (উপজেলা বিএনপি) কিছুই জানিনা। হামলা সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক। 
 কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী সংঘর্ষের ঘটনাটিকে অনাকাঙ্খিত অনভিপ্রেত দুঃখ জনক আখ্যায়িত করে বলেন, তদন্ত হচ্ছে, অভিযুক্তদের শাস্তি পেতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.