ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে মাঈন উদ্দিন আজাদকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। তিনি সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক পদে কর্মরতসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত আছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সচস্য সচিব, মৃনাল দাস গুপ্ত অভিভাবক প্রতিনিধি ও মুহাম্মদ মিজানুর রহমান শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।