রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের (যার রেজিঃ নং-রাজঃ ৯২১) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়নের সভাপতি পদে হাফিজুর রহমান হাফিজ নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে ইউনিয়নের কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক নির্বাচিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কলেজ রোডস্থ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ব্যালটের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। পরবর্তিতে ভোট গনণা শেষে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহাবুবার রহমান মঞ্জু।
চূড়ান্ত নির্বাচনী ফলাফল অনুযায়ী অন্যান্য নির্বাচিতরা হলেন সহ সভাপতি বাবলু মিয়া, নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান আজাদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান ফারুক, সড়ক সম্পাদক জামাল উদ্দিন, শাহরিয়ার কবির রাজ, হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক হারুন অর রশিদ ভুট্টু, শ্রমিক কল্যাণ সম্পাদক জাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান আনিছ, কার্যকরী সদস্য সোনা মিয়া, মাহাতাব আলী, সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম টিপু, সহিদ মিয়া সাঈদ।
ত্রি-বাষিক নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহাবুবার রহমান মঞ্জু, চেয়ারম্যানের সহযোগীতাকারী মাহমুদুর রহমান টিটু, কমিটির সদস্য আলহাজ্ব আমির হোসেন, আলহাজ্ব আশিকুর রহমান, রবিউল ইসলাম, আফজাল হোসেন।
এছাড়াও নির্বাচনী সহযোগীতায় ছিলেন রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়ন অফিসের সিনিয়র সচিব মহি উদ্দিন চিশতি, সচিব মোঃ রফিকুল ইসলাম সনজু।
উল্লেখ্য-রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের (যার রেজিঃ নং-রাজঃ ৯২১) ত্রি-বার্ষিক নির্বাচনে কমিটির মোট ২১ টি পদের বিপরীতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি সকল পদে মোট ৩৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করেন। ইউনিয়নের মোট ভোটার ৪ হাজার ২৩০ জন, নির্বাচনের নির্ধারিত সময় শেষে ব্যালট বাক্সে মোট ভোট পড়ে ৩ হাজার ৪৫২টি।