সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে হরিণ শিকারীদের পেতে রাখা ফাঁদ হতে জীবিত ১টি হরিণ উদ্ধার করেছন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা।
আজ (২৩ ফেব্রুয়ারী) কদমতলা বনস্টেশন অফিসার (এসও) সোলাইমান কবিরের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের চালিতাখাল এলাকায় টহল দেওয়ার সময় শিকারীদের পেতে রাখা ফাঁদে ১টি জ্যান্ত হরিণ দেখতে পেয়ে উদ্ধার করে। এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা দ্রুত গহিন বনে পালিয়ে যায়। পরবর্তীতে হরিণটি সুস্থ্য করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
এঘটনায় কাউকে আটক করা যায়নি। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ফাঁদ থেকে অসুস্থ্য অবস্থায় হরিণটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ্য করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে।