× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় ঠিকাদারের অবহেলায় ৭ বছরেও কাজ শেষ হয়নি সিংড়ার ঢাকঢোর-মোহনপুর সড়কের। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ১০ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ।সড়কটি নির্মাণে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর পাকা সড়ক থেকে মোহনপুর পর্যন্ত ১ হাজার ৫৫০ মিটার সাবমার্সিবল সড়কের কাজ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দুর্ভোগ থেকে মুক্তি পেতে শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।এ সময় ঢাকঢোর-মোহনপুর সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানান তারা।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাস্তার কাজ ফেলে রেখে পালিয়েছে ঠিকাদার যার কারনে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে ১০টি গ্রামের ১০ থেকে ১৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে কষ্টে আছেন। প্রতিদিন ২ থেকে ৩ হাজার মানুষ চলাচল করেন। ভালো সড়ক না থাকায় মেয়েদের ভালো জায়গায় বিয়ে হচ্ছে না।

হালতি বিলের বোরো ধান ও কৃষিপণ্য আনা-নেওয়ায় কৃষক দুর্ভোগে পড়ছেন বলে জানিয়ে স্থানীয় কৃষক শহিদুল ইসলাম বলেন, ডাঙ্গাপাড়া প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজ, মোহনপুর দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের হেঁটে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রাস্তার কাজ শেষ করে দ্রুত সমাধান চান তিনি।

মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল খয়ের প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য দেন, ড. নূর আহমেদ শেখ, শিক্ষক আলী রেজা, সাইফুল বারী, কৃষক মকবুল হোসেন, জালাল উদ্দিন, ব্যবসায়ী মহসিন আলী, নার্গিস বেগম, মর্জিনা খাতুন, আইয়ুব আলী, আবুল কাশেম, শিক্ষার্থী রায়হান আলীসহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ও অফিস সূত্রে জানা যায় , ২০১৮ সালে সড়কের কাজের উদ্বোধন করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ দেখাশোনার দায়িত্বে থাকা সোহেল রানা বলেন, রাস্তার মূল ঠিকাদার নাটোরের আমিরুল ইসলাম জাহান। তিনি আওয়ামী লীগের সমর্থক হওয়ায় বাইরে আছে এবং অর্থ সংকটে কাজ বন্ধ রয়েছে। দ্রুত কাজটি করার চেষ্টা চলছে।

কাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী (এসও) রহমত আলী বলেন, ১ হাজার ৫৫০ মিটার সড়কের মধ্যে প্রায় ১ হাজার মিটার হয়েছে। বাকি ৫৫০ মিটারের কাজ ঠিকাদারের অবহেলার কারণে সম্পন্ন করা সম্ভব হয়নি। ঠিকাদার পলাতক থাকায় সমস্যা বাড়ছে। শ্রমিকদের মজুরি বকেয়া, পাথর ও সিমেন্ট নেই। বিভিন্ন সামগ্রীর সংকট থাকায় ম্যানেজার কাজ শেষ করতে পারছেন না।  
এবিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার আমিরুল ইসলাম জাহান কে একাধিকবার কল দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় ।  

সিংড়া উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক বলেন, প্রায় ৩ কোটি টাকার কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু কাজ এখনো শেষ হয়নি, এখন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাজের বিল পরিশোধ করা হয়নি। কাজ সঠিক ভাবে শেষ হলে ঠিকাদারকে বিল দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.