কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষপাতদুষ্ট আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই ছাত্র আন্দোলনে জড়িতদের একাংশ।
আজ রোববার দুপুরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি শহীদ মিনার চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি গত ১১ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জুলাই বিপ্লবের সম্মুখ সারির বিপ্লবীদের বাদ দিয়ে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যদের উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা এক ধরনের বৈষম্য। জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে যারা ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই থেকে কাজ করে চলেছে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটির প্রায় ৩০ জন কমিটি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এসময় পক্ষপাতদুষ্ট কমিটি প্রদানের সাথে জড়িত কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দকে ভূরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে পক্ষপাতদুষ্ট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আবেদন জানানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির জেলা সংগঠক ইয়াকুব রহমান শ্রাবণ, জেলা কমিটির সদস্য নয়ন মিয়া নাহিদ, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আব্দুর রহিম শেখ ও ফাইজা তাসমিন ফিমু সহ আরও অনেকে বক্তব্য রাখেন।