বাঘাইহাট সেনা অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় পণ্য জব্দ হয়েছে।
আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কিয়াংঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
বাঘাইহাট জোনের তথ্য অনুযায়ী, কয়েকজন স্থানীয় পাহাড়ি যুবক সাজেকের উদয়পুর সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য নিয়ে খাগড়াছড়ির শহরে বিক্রির উদ্দেশ্য নিয়ে আসে। পরে তথ্যের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোনের ওয়াচ অফিসার মির্জা মাহবুবের নেতৃত্বে কিয়াংঘাট এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে চোরা-কারবারিরা পালিয়ে যায়। পরে ০২ বস্তা (১২০ প্যাকেট) ভারতীয় চকলেট ফেলে পালিয়ে যায় পাচারকারীরা, পরে ভারতীয় পণ্য গুলো জব্দ করা হয়।
এ বিষয় নিশ্চিত করে বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খায়রুল আমিন (পিএসসি) বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।’