× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী ৯ মামলার আসামি সাঈদ গ্রেপ্তার

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা সহ একাধিক মামলার আসামি  সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মন্ডল (৩৫) কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

রোববার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে  ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে দুপুরে ঢাকা থেকে দৌলতপুর থানায় নিয়ে আসা হয় সাঈদকে।সাঈদ উপজেলার মরিচা ইউনিয়নের  বৈরাগীর চর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মন্ডলের ছেলে। 
চলতি মাসের ১১ তারিখ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি এই সাঈদ।

এছাড়াও এলাকায় বালুর ঘাট দখল, অবৈধ ভাবে বালু উত্তলন,অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণ সহ নানা অপরাধের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হুদা বলেন,পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান  সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মোট ৯ টি মামলা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.