কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জুঙ্গলী এলাকার জেকেএনডি স্কলার্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ(২২ ফেব্রুয়ারি) সকালে শুরুতেই স্কুল মাঠে নিয়মিত এসেম্বলির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটির কার্যক্রম।জেকেএনডি স্কলার্স স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাইয়ুম মোল্লার সভাপতিত্বে এবং সহকারি প্রধান শিক্ষক রাসেদ খান রুদ্র সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডঃ আমিনুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ লিটন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল,জেকেএনডি স্কলার্স স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার বদর উদ্দিন, কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রবিউল ইসলাম,সঞ্জয় কুমার বিশ্বাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।