আজ (২২ ফেব্রুয়ারি) নৈসর্গিক অপরূপ সৌন্দর্যে ভরপুর কাপ্তাই উপজেলায় রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স চট্টগ্রাম এর নেতৃবৃন্দের সাথে রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলীতে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভায় এ কথায় বলেন সাংবাদিক নেতারা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স চট্টগ্রাম কার্যকরী কমিটির সভাপতি আলীউর রহমান।
এ সময় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স চট্টগ্রাম কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক রনি দত্ত, এয়াকুব আলী মনি, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থ নিবাস বড়ুয়া, মাসুদ নাসির, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি মাহফুজ আলম, রবিউল হোসেন রিপন, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, এম.এ মতিন, মোয়াজ্জেম হোসেন কায়সার, রিপন মারমা, ইসমাইল হোসেন নয়ন, দেলোয়ার হোসেন, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাছান তালুকদার, তৈয়বুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, রুবেল প্রমুখ।