"নতুন পানিতে সফর এবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও স্বজন সমাবেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় দৈনিক যুগান্তর রজত জয়ন্তী উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে।
আজ (২২ফেব্রুয়ারি) সকাল ১১টায় যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে দৈনিক যুগান্তর রজত জয়ন্তী উদযাপন করা হয়।
দৈনিক যুগান্তর রজত জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে স্বজন সমাবেশ কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এসময় শিশুদের চিত্রাংকন ও স্মৃতি শক্তি পরিক্ষার প্রতিযোগিতা,আলোচনা সভার আয়োজন করেছে।
যুগান্তর স্বজন কোম্পানীগঞ্জ উপজেলার শাখার কমিটির সভাপতি করিমুল হক সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আাজিম।
দৈনিক যুগান্তরের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো.শরফুদ্দিন শাহীনের সঞ্চালনায় উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন।
আরও উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন কোম্পানীগঞ্জ উপজেলার শাখার কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম ফয়সাল এবং সহ সভাপতি তুষার কুমার পোদ্দারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টেও ডেপুটি এটর্নি জেনারেল (ডিএডি) ব্যারিস্টার আবদুল্যাহ আল মাহমুদ মাসুদ, বিএনপি নেতা অ্যাডভোকেট কাওসার,উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেনসহ আরও অনেকে।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কর্মরত সাংবাদিকবৃন্দ ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আাজিম বলেন, দৈনিক যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ সাহিত্য, খেলাধুলা, টিউটেরিয়াল ও সম্পাদকীয় সহ দেশ ও বিদেশের খবর প্রচারে অন্যন্য। এছাড়া যুগান্তর পত্রিকায় ‘একদিন প্রতিদিন’, বিচ্ছু, স্বজন সমাবেশ, আনন্দনগর ও সুরঞ্জনা সহ ধর্মীয় পাতাগুলো মন কেড়ে নেয় পাঠকদের।
স্বজন সমাবেশে বক্তারা বলেন, ঘরে বাইরে ও সুরঞ্জনা পাতাটি আমার খুব পছন্দের। তাছাড়া যুগান্তর পত্রিকায় চাকুরী প্রার্থী ও শিক্ষার্থীদের জন্য টিউটেরিয়াল পাতাটি খুবই গুরুত্বপূর্ণ, যা আমার জীবনেও এনেছে অনেক সফলতা। পরিশেষে দৈনিক যুগান্তর পত্রিকার উত্তরোত্তর মঙ্গল কামনা করে দেশের আনাচে- কানাচে থাকা খবর,প্রতিভা ও সম্ভাবনার কথাগুলো তুলে ধরে দেশ ও জনগণের কল্যাণে আরও সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আগত অতিথিসহ সকলকে সম্মাননা স্মারক, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের পাঠক, সাংবাদিক, পেশাজীবী, শুভাকাঙ্খীসহ আগত অতিথিরা।
অনুষ্ঠান শেষে কেক কেটে আনন্দ ভাগ করে নেন,স্বজন সমাবেশের স্বজন নবগঠিত কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।