কক্সবাজারের মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়।
মহেশখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২ টা ১ মিনিটে ভাষা শহিদদের স্মরণে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্যাহ'র যৌথ উপস্থিতিতে মহেশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
এর পর একে একে মহেশখালী থাথার ওসি মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মহেশখালী পৌরসভা, বন বিভাগ, এলজিইডি, আনসার বাহিনী,সহ অন্যান্যরাও শহীদ মিনারে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।