× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চবি সচেতন ছাত্র সমাজের উদ্যোগে ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচি

মো. নিয়াজ মাখদুম, চবি প্রতিনিধি।

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সারাদেশে বাড়তে থাকা ধর্ষণ। মা ও বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থতা, ধর্ষকের বিচার নিশ্চিতে অপারগতা ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম দায় হীনতার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সচেতন ছাত্র সমাজ।

আজ (২২ ফেব্রুয়ারী) সকাল ১১:৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ মিনারে বিভিন্ন প্লা কার্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

ইতিহাস বিভাগের আবিদ শাহরিয়ার বলেন, "জুলাই আন্দোলনের সময় আমাদের মায়েরা, বোনেরা নিরাপত্তার ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলো। অথচ এই অন্তবর্তী সরকার আমার মা বোনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যার্থ। আমার মায়েরা বোনেরা স্বাধীন ভাবে চলাচল করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শহীদ মিনারে ফুল দেয়ার জন্য ফুল আনতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে এরকম খবরও প্রকাশিত হয়েচে।চলন্ত বাসে ডাকাতেরা এক নারীকে ধর্ষন করে বাসে যাত্রীদের সামনে। প্রতিনিয়ত এরকম অসংখ্য সহিংসতার ঘটনা খবরের শিরেনাম হয়। গত দুইদিনে প্রায় ১৪ টার বেশি এরকম ঘটনা ঘটেছে। আজকে আমি এখানে আমার মায়ের, বোনের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে দাড়িয়েছি। রাজশাহীতে চলন্তবাসে আমার বোনের উপরের ঘটে যাওয়া সহিংসতার ন্যায্য বিচার নিশ্চত করতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে একই সাথে এই রকম অপরাধের সাথে জড়িতরা যেন আইনের ফাক ফোকর দিয়ে পার পেয়ে না যায় সেজন্য আইনের সকল অস্পষ্টতা, দূর্বলতা দূর করতে হবে।"

মো: জাহিদ হাসান বলেন,  "আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা প্রশাসন ও বিচার বিভাগকে স্পষ্ট ভাবে বলতে চাই, আমার বোনের নিরাপত্তা দেন আর না হয় পদত্যাগ করুন।ধর্ষণ আইনের সংস্কার করতে হবে। ধর্ষণের শাস্তি হবে ফাসিঁ অথবা ফাঁসি। আমরা সচেতন ছাত্রসমাজ আমাদের মা-বোনদের নিরাপত্তা চাই।"

ইতিহাস বিভাগের নাজমিন সরকার সায়মা বলেন, "আমি আমার বোনের নিরাপত্তা চাই, আমার  মায়ের নিরাপত্তা চাই। আমার বোনের সাথে ঘটে যাওয়া সহিংসতার নায্য বিচার চাই। আমার মায়েরা, বোনেরা স্বাধীনভাবে চলাচল করবে তাদের নিরাপত্তা চাই। আমার আর কোন মা বোন রাজশাহীর বাসে ঘটে যাওয়া সহিংসতার শিকার হয়ে খবরের শিরোনাম যেন না হয়।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.