× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম উদ্ভোধন

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১ পিএম । আপডেটঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

পটুয়াখালীতে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।  আজ(২২ ফেব্রুয়ারী) পটুয়াখালী সদরের কমলাপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু করা হয়েছে। 

শনিবার সকাল থেকে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচ অফিসের তত্ত্বাবধানে উপজেলার কমলাপুর ১,২,৩ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার প্রথম দিনের কার্যক্রম শুরু করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার শারমীন সহকারী নির্বাচন কর্মকর্তা মো.ইমরান হোসেন, কমলাপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম মৃধা, ইউপি সদস্য,তথ্যসংগ্রহক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা। 

এ বিষয়ে নির্বাচন অফিসার শারমিন আফরোজ বলেন, ছবি তুলতে এসে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নির্ভুল ভাবে নতুন ভোটারদের তথ্যসংগ্রহ করেছেন, সেই সঙ্গে নতুন ভোটারদের ছবি উত্তোলন টিমও নিখুঁত ভাবে ডাটা এন্টিসহ ছবি উত্তোলন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.