× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি।

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে ছয় লক্ষ  টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শুক্রবার রাতে  ও শনিবার সকালে সাতক্ষীরার ভোমরা, গাজিপুর, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা এবং হিজলদী সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি। রবিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক  লে.কর্নেল আশরাফুল হক।

তিনি জানান,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ৩ লক্ষ ৩৭ হাজার ৪২০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, গাজিপুর থেকে   ৭০ হাজার  টাকার ও কালিয়ানী থেকে   ৭০ হাজার  টাকা মূল্যের ভারতীয় ঔষধ,  কাকডাঙ্গা থেকে  ১ লক্ষ ৩২হাজার  টাকা মূল্যের ভারতীয় শাড়ি,বোরকা, মাদরা থেকে  ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং  হিজলদী থেকে  ১২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের মূল্য ৬ লক্ষ ৫২ হাজার ৩৭০টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.