লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি মেলা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ (২২ ফেব্রুয়ারী) বিকালে ২০২৪-২৫ অর্থবছরে "কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প" এর আওতায় উপজেলা চত্বর মাঠ প্রাঙ্গণে ড. মোঃ সাইখুল আরিফিন, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, লালমনিরহাট এর সভাপতিত্বে এ কৃষি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রদর্শনী হিসেবে বিভিন্ন স্টল, কৃষি যন্ত্রপাতি, সার, বীজ, নার্সারী এবং বিভিন্ন ধরনের ফল ও ফসল প্রদর্শনী হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ দুলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হাতীবান্ধা লালমনিরহাট। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব, আফজাল হোসেন, কৃষক দলের আহবায়ক, মোঃ আমিনুর রহমান ও অত্র এলাকার কৃষক বৃন্দ।