× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-খুলনা মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত -১০

কে এম সাইফুর রহমান,

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।

আজ (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের চালক গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার মন্টু শেখ (৫৫) এবং একই বাসের সুপারভাইজার বাগেরহাটের চিতলমারী উপজেলার আরিফ হোসেন (৪০)।

শাহাদৎ হোসেন জানান, খুলনা থেকে সকালে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে সাম্পান রেস্টুরেন্টের মধ্যে ঢুকতে থাকা সোহাগ পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা মেরে সজোরে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ১২ জন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় সোহাগ পরিবহনের বাস সিগন্যাল না দিয়ে সাম্পান হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রবেশের জন্য হঠাৎ বামে টার্ন নিলে পিছনে থাকা টুঙ্গিপাড়া এক্সপ্রেস এ দুর্ঘটনায় পতিত হয়।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুব্রত সাহা বলেন, হাসাপাতালে পৌঁছানোর আগেই ওই দু'জন মারা গেছেন। আহত অন্যদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঢাকা -খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সীমানায় একের পর এক সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও সচেতন মহল। নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.