অমর একুশ উদযাপনের সূচনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৭ টায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমানের নেতৃত্বে জেলা বিচার বিভাগের সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রভাত ফেরী নিয়ে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহনাজ নাসরীন খান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাঈদ, সিনিয়র সহকারী জজ (সদর) মেহেদী হাসান, সিনিয়র সহকারী জজ মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ সালমান শুভ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি, ফাহমিদা পিয়া, লাবনী আক্তার, সহকারী জজ মেহেদী হাসান, অমল দাস, রুবাইয়া ইয়াসমিন সহ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী'র অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আদালত প্রাঙ্গণে ফিরে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমান প্রভাত ফেরীতে অংশ নেওয়া সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে দিবসটির তাৎপর্য তুলে সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।