ছবিঃ সংগৃহীত।
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর আতী উল্লাহ বলেছেন, শিক্ষকরা কখনো মরে না,শিক্ষকরা বেঁচে থাকে তাঁর কর্মের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝখানে ছাত্র-ছাত্রীদের মধ্যে মণি হয়ে।
যাকে আজ আপনারা বিদা সংবর্ধনা দিচ্ছেন এই বিদায় সেই বিদায় নয়। তিনি কর্মস্থল থেকে অব্যাহতি নিয়েছেন কিন্তু সমাজের মানুষের জন্য শিক্ষার্থীদের জন্য তিনি যে কল্যাণের কাজ করেছেন তিনি মারার পরও এই সব মানুষের মাঝে বিচরন করবেন। তাই শিক্ষক কে কোন মৃত্যু নেই। দুনিয়া থেকে বিদায় নিলেও ছাত্র-ছাত্রীদেরকে জ্ঞানের আলো দান করেছেন এবং সমাজের জন্য কল্যাণমুলক কাজ করেছেন, সেইসব কাজেই একজন শিক্ষককে আজীবন বাঁচিয়ে রাখে। শিক্ষক সুশান্ত কুমার দাস তার কর্মজীবনে অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন, সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ঘোষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক সুশান্ত কুমার দাস আবেগে আপ্লুত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্য রাখেন, লামাদুমকা সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ চৌধুরী, স্কুলের সাবেক সভাপতি মাস্টার শফিক আহমদ, মাস্টার ফয়েজুর রহমান,ঘোষগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমত আলী, শিক্ষিকা রীনা রানী সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
স্কুলের সাবেক সভাপতি মাস্টার শফিক আহমদ বলেন, আজ সত্যিই আমাদের জন্য বেদনার দিন, মন খারাপের দিন। সুশান্ত কুমার দাস আর কোনোদিন ক্লাসে পাব না ভাবতেই খারাপ লাগছে। তার ন্যায়পরায়নতা, কর্মদক্ষতা, সততা ও সময়ানুবর্তিতা আমাদের অনুপ্রেরণা যোগিয়েছে।
তিনি নিজ সন্তানদের মত করে ছাত্র-ছাত্রীদেরকেও যোগ্য করে গড়ে তুলেছেন। তার অবসর জীবনের মঙ্গল কামনা করি।
অনুষ্ঠানের মানপত্র পাঠ করেন স্কুলের সাবেক ছাত্র সাহাব উদ্দিন শিহাব, শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাবেক ছাত্র সালেহ আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্র নুরুল আমিন, ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান,মাহদি আল আমিন সহ অনেকেই। এসময় স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদায়ী শিক্ষককের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। তার হাতে তুলে দেয়া হয় সম্মানসূচক ক্রেস্ট সহ গিফট বক্স। শিক্ষার্থীরা বিদায়ী গানের মাধ্যমে প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করেন। শিক্ষাগুরুকে পুষ্পমাল্য পরিয়ে ফুল দিয়ে বিদায় জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh