× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ দফা দাবি না মানলে রংপু‌রে ইন্টার্ন চিকিৎসকদের শার্ট ডাউনের হুশিয়ারী

কামরুল হাসান টিটু রংপুর ব‌্যুরা

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপু‌রে ইনটার্ন চিকিৎসকরা এমবিবিএস ডিগ্রী ছাড়া ডাক্তার পদবী ব্যবহার বন্ধ, ম্যাটস এর কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে ঘন্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। 

আজ (২২ ফেব্রুয়ারী) রংপুর মেডিকেল মোড়ে বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত অবস্থান করে এই কর্মসূচী পালন করা হয়। অবরোধ করায় এসময় মহাসড়কের দুই পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে মানুষের চরম দূভোগের সৃষ্টি হয়।

এর আগে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর মেডিকেল কলেজসহ বেসরকারী কমিউনিটি মেডিকেল কলেজ  ও প্রাইম মেডিকেল কলেজের শত শত ইন্টার্ন ডাক্তার বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা মিছিল নিয়ে মেডিকেল মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির রংপুরের সভাপতি মাহফুজার রহমান , সাধারন সম্পাদক ডা, কাওছার আহাম্মেদ , কমিউনিটি মেডিকেল কলেজের ইনটার্ন চিকিৎসক সুরভী রহমানসহ অন্যান্য চিকিৎসক বৃন্দ। 

এসময় বক্তারা আগামী ২৫ ফ্রেরুয়ারীর মধ্যে তাদের ৫ দফা দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন। অন্যথায় সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে অনিদৃষ্টকালের শার্টডাউন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষনা দেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.