রংপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডাঃ আশফাক আহমেদ জামিল কে হত্যা চেষ্টার পরিকল্পনা বিষয়ে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানজিম আলম তাসিনকে বহিষ্কার করা হয়েছে।
(২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে বিষয়টি এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার মুখ্য সংগঠক রিফাত হাসান। বহিষ্কারের নোটিশটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর ফেসবুক পেজেও দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
বহিষ্কারের পর থেকে তানজিম আলম তাসিনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক থাকবে না বলে জানানো হয়েছে।
তবে হত্যা চেষ্টার পরিকল্পনা বিষয়ে কল রেকর্ডে আরও কি কথা হয়েছে কিংবা অন্য কোন বিষয় ছিলো কিনা তা জানা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার সদস্য সচিব ডাঃ আশফাক আহমেদ জামিল বলেন, এত টুকুই বলবো ঘরের শত্রু বিভীষণ। তবে দেশ বিনির্মানে যে দায়িত্ব আমানত হিসেবে নিয়েছি তা নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহবায়ক ইমরান আহমেদ বলেন, স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। এই মুহুর্তে এর বাইরে আপাতত কিছু বলার নাই।