× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

হত্যা চেষ্টার পরিকল্পনার অভিযোগে সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

কামরুল হাসান টিটু রংপুর ব‌্যু‌রো

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭ পিএম । আপডেটঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডাঃ আশফাক আহমেদ জামিল কে হত্যা চেষ্টার পরিকল্পনা বিষয়ে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানজিম আলম তাসিনকে বহিষ্কার করা হয়েছে। 

(২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে বিষয়টি এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার মুখ্য সংগঠক রিফাত হাসান। বহিষ্কারের নোটিশটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর ফেসবুক পেজেও দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। 

বহিষ্কারের পর থেকে তানজিম আলম তাসিনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক থাকবে না বলে জানানো হয়েছে। 

তবে হত্যা চেষ্টার পরিকল্পনা বিষয়ে কল রেকর্ডে আরও কি কথা হয়েছে কিংবা অন্য কোন বিষয় ছিলো কিনা তা জানা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার সদস্য সচিব ডাঃ আশফাক আহমেদ জামিল বলেন, এত টুকুই বলবো ঘরের শত্রু বিভীষণ। তবে দেশ বিনির্মানে যে দায়িত্ব আমানত হিসেবে নিয়েছি তা নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবো ইনশাআল্লাহ।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহবায়ক ইমরান আহমেদ বলেন, স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। এই মুহুর্তে এর বাইরে আপাতত কিছু বলার নাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.