× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাকিব আলী, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।  

এসময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণ করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

একুশের সকাল ৯ টায় উপজেলা চত্বরে অবস্থিত  স্থানীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দৌলতপুর থানা বিএনপি'র আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। 

এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী। 

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা,প্রানী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান,সাংবাদিক মো. সাইফুল ইসলাম (শাহীন), বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন,অধ্যাপক মো.গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মাসুদ। 

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।শেষে একুশের ভাষা শহীদ, ৭১ এ স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ, ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। 

এবং দুপুরে উপজেলা চত্বরে অবস্থিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে বাদ জুম্মা দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.