× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে ইউসেপ'র অর্জন ও কর্মপরিকল্পনা নিয়ে সোশ্যাল ইনক্লুশনের নেটওয়ার্কিং মিটিং

রাজশাহী ব্যুরো।

১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ইউসেপ রাজশাহী অঞ্চলে সোশ্যাল ইনক্লুশন কর্তৃক আয়োজিত নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভাটি জেন্ডার রেসপনসিভ এ্যান্ড এডুকেশনাল ভোকেশনাল এডুকেশন এ্যান্ড ট্রেইনিং (গ্রিভেট) প্রজেক্টের অধীনে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সোশ্যাল ইনক্লুসিভ বিভাগের টিম লিডার মো. হারুন-অর-রশিদের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ হেলথ অফিসার ডা. এফ.এ.এম আনজুমান আরা বেগম, পবা উপজেলা যুব উন্নয়ন অফিসার এম.এম.এন জহুরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. হাবিবা খাতুন সহ বিভিন্ন জি.ও এবং এন.জি.ও কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং ইউসেপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

ইউসেপ রাজশাহী অঞ্চলের নেটওয়ার্কিং কমিটির সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিনসহ উপস্থিত সকলে ইউসেপ-এর কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন এবং সকল কর্মকান্ডে বিভিন্নভাবে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সভায় ইউসেপ রাজশাহী অঞ্চলের ২০২৪ সালের অর্জন ও কর্ম পরিকল্পনা এবং গ্রিভেট প্রজেক্টের কার্যক্রম তথা জেন্ডার ইক্যুইলিটি, চাইল্ড রাইটস, মিনিস্টাল হেলথ ম্যানেজম্যান্ট, প্রিভেনশন অব চাইল্ড আর্লি ফোর্স ম্যারেজ এবং জেন্ডার বেজড ভায়োলেন্স বিষয় ও ইউসেপ থেকে প্রশিক্ষণরত শিক্ষার্থীসহ ভারনালেবল পরিবারকে লিঙ্কেজ এবং রেফারেল বিষয়ে ইউসেপ বাংলাদেশের কর্মসুচির সাথে আরোও অধিক সম্পৃক্ততা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.