ঝালকাঠির শিশুপার্কে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে । বুধবার
সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে শিশুপার্কে ও উন্মুক্ত মঞ্চে উদ্ধোধনী অনুষ্ঠানে ঝালকাঠির
জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক
তোহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাউসার আহমেদ সভাপতিত্ব
করেন। অন্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার সাইদুর ইসলাম স্বাগত ব্যক্তব্য রাখেন। ঝালকাঠির
জেলা বিভিন্ন উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষাথীরা অংশগ্রহন করেন। এদের নিয়ে বিভিন্ন ক্রীড়া
প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক সহ অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। জেলা
প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করেছে।