ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ী এলাকায় বাস চাপায় শুকদেব মন্ডল (২৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ(১০ ফেব্রুয়ারি) দুপুরে পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠি জেলার সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মন্ডলের ছেলে। তিনি ঝালকাঠি সদরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের পরিবার জানিয়েছে , ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাগড়ি এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়। খাওয়া শেষ করে ইজিবাইককে নিজ বাড়ি দেউলকাঠির দিকে যাচ্ছিলেন।
হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে পড়লে একটি বিআরটিসি বাস চাপায় গুরুতর আহত হন শুকদেব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও বলেন, দুই বছর আগে বাবাকে হারায় শুকদেব, আগামীকাল তার বাবার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার বাড়িতে খাবারের আয়োজন ছিল , কিন্তু বাস চাপায় শুকদেব এর মৃত্যুতে সব শেষ হয়ে গেল।
রাজাপুর থানার ডিউটি অফিসার জানান, লিখিত কোনো অভিযোগ পায়নি,পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।