ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে উপজেলার বড় কৈবর্তখালি এলাকার সাবেক মেম্বার কামরুল ইসলাম চুন্নুর চারটি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালি এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে চুন্নুর সহধর্মিণীর জানায় , ভোর ৫ টার সময় গোয়াল ঘরে গেলে , গিয়ে দেখি গরু নেই। চোরের দল খামারের তালা ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে চলে গেছে। আমাদের চারটি গরু চুরি হয়েছে, আনুমানিক মূল্য হবে সাড়ে চার লক্ষ টাকা , আরও বলেন পরিবারের সাথে কথা বলে মামলার বিষয় সিদ্ধান্ত নেব। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।