× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ

আফতাব উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি।

২০ জানুয়ারি ২০২৫, ২০:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কোটি টাকার বেশি চারটি পিকআপ ভর্তি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ করেছে বিজিবি। আটককৃত পন্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি,বিড়ি,জিরা এবং ৪টি পিকআপ।

আজ (২০ জানুয়ারি) ভোরে উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপির টহল দল ছাতারকোনা এলাকা থেকে জব্দ করে। 

বিজিবি জানিয়েছে,সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ চিনাকান্দি বিওপির টহল দল ছাতারকোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ভারতীয় ১০৪৯৪ কেজি চিনি, ৯৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা এবং ৪টি পিকআপ আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য এক কোটি ষোল হাজার আটশত ত্রিশ টাকা। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়,সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান চলবে। আর চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়া হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.