আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত দল বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করতে রংপুরে পৌঁছেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ময়নুল করিম এর নেতৃত্বে।
আজ (২০ জানুয়ারি) সকালে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ঘটনাস্থল পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শুরু করেন। তদন্তকারীরা ১৬ জুলাই যেখানে পুলিশ আবু সাঈদকে গুলি করে হত্যা করে, সেই স্থান পরিদর্শন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুলির ভিডিও দেখে বিভিন্ন স্পট তদন্ত করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার শামীম এবং আরমান হোসেন তদন্তকারীদের ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
পরিদর্শন শেষে ব্যারিস্টার ময়নুল করিম জানান,চিফ প্রসিকিউটরের নির্দেশে আমরা ১২ সদস্যের একটি দল তদন্ত কার্যক্রম চালাচ্ছি। যদিও এর আগে দণ্ডবিধি আইনে মামলা হয়েছে, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে এই হত্যাকাণ্ডের বিষয়ে মামলার কোনো বাধা নেই। যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আবু সাঈদসহ বৃহত্তর রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। আবু সাঈদের হত্যাকাণ্ড সারা দেশে, এমনকি আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি করেছে, তাই আমরা এ ঘটনায় গুরুত্ব সহকারে তদন্ত করছি।