খুলনার ডুমুরিয়ায় দ্রুতগতি সম্পন্ন বাসের চাপায় ১জন ভ্যানযাত্রী নিহত হয়েছে। এসময় অদক্ষ বাস চালকের ভুলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে কমপক্ষে ১০/১২ জন ।
আজ (১৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির বটতলা কালভার্ট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার (মধুমোল্লার) ডাঙ্গি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এস আই মোঃ কামরুল ইসলাম জানায়, মুজিবুর রহমান গাজী নামে এক ইঞ্জিন ভ্যান চালক চাকুন্দিয়া মাদ্রাসা মোড় নামক স্থান হতে ৪ জন যাত্রী নিয়ে চুকনগর বাজার অভিমুখে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী একটি যাত্রীবাহী বাস খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগর সরদার বাড়ি বটতলা সন্নিকটে পৌছলে দ্রুতগতি সম্পন্ন বাসটি ইঞ্জিন চালিত ভ্যানটিকে চাপা দেয়৷ এসময় বাস চালক ইঞ্জিন ভ্যানের যাত্রীরা মারা গেছে এই আশঙ্কায় চলন্ত বাসের স্টিয়ারিং ছেড়ে বাস থেকে লাফিয়ে পড়ে৷
অল্পক্ষণের মধ্যেই বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসংবাদে স্থানীয়দের সহযোগিতায় খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আহত বাসযাত্রী ও ভ্যানযাত্রীদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফিজুল ইসলামকে মৃত বলে ঘোষণা করে।
আহত ফারুক হোসেন, কৌশি রায়, মুকুল বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। দূর্ঘটনা কবলিত বাস ও ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ভ্যানটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।