× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরের মাদারগঞ্জে ষাঁড়ের মই দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

হৃদয় হাসান ,মাদারগঞ্জ জামালপুর প্রতিনিধি।

১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার শীতের পড়ন্ত বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় এই খেলা দেখতে আশপাশের হাজারো মানুষ ভিড় করেন। খেলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রতিবছর শীতের এই সময় জেলার বিভিন্ন স্থানে ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এ খেলায় চারটি করে ষাঁড় একত্রে মইয়ের সঙ্গে রশি দিয়ে বাঁধা হয়। পরে মইয়ের ওপর দুজন ব্যক্তি উঠে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করে। যে দল আগে গন্তব্যে পৌঁছাতে পারে, সেই দল হয় প্রথম।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে জানাতে রবিবার  বিকেলে তারতাপাড়া  এলাকার খোলা মাঠে গ্রামবাসী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। আমন ধান কাটার পর বিস্তীর্ণ মাঠে মানুষের পদচারণে মুখর হয় পুরো এলাকা। চারদিকে দাঁড়িয়ে থাকা হাজারো নারী, পুরুষ ও শিশুর উল্লাসধ্বনিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় ১৮টি দল অংশ নেয়, যার মধ্যে খেলায় প্রথম হয়েছে বেলাল মেম্বার তারতাপাড়াদল, দ্বিতীয় হয়েছে সুলতান মন্ডল,তারতাপাড়া, তৃতীয় হয়েছে হয়বর প্রামানিক তারতাপাড়া,  চতুর্থ হয়েছে আব্দুর রাজ্জাক মুসল্লী সুখনগরী, পঞ্চম হয়েছে আব্দুল ছালাম মন্ডল চর কয়ড়া । প্রথম পুরস্কার হিসেবে ছিল রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার রেফ্রিজারেটর,  তৃতীয় পুরস্কার একটি সাইকেল সহ  ছিল বড় বড় হাঁড়ি-পাতিল।

মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে মই দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা ওলামাদলের সদস্য হাবিবুল্লাহ শাহীন প্রমুখ।

খেলা দেখতে আসা  দশম শ্রেণির শিক্ষার্থী মেঘলা আক্তার বলে, ‘এই মই দৌড় খেলা সম্পর্কে বাবা-দাদার কাছ থেকে শুধু গল্প শুনেছি। শহরে থাকায় কারণে এমন খেলা কখনো দেখা হয়নি। আমার জীবনের প্রথম এ খেলা দেখলাম। খেলা সম্পর্কে তেমন ধারণাও ছিল না। খেলা দেখলাম খুবই ভালো লাগল। 

তারতাপাড়া  এলাকার বাসিন্দা সেলিম মন্ডল  বলেন, এ খেলার খবর অনেক আগে থেকেই এলাকায় এলাকায় মাইকিং করা হয়েছে। দুপুরের পর এই মাঠে চলে আসি। আমার  মতো হাজারো মানুষ এখানে একত্রিত হয়। বড় বড় ষাঁড় দিয়ে প্রতিটি দল তৈরি করা হয়েছে। খেলা দেখে আমার খুব ভালো লেগেছে। 

আয়োজক কমিটির আহবায়ক মাওলানা খাইরুল ইসলাম   বলেন, মই দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার শত বছরের পুরোনো একটি খেলা। আগে সবচেয়ে বেশি এই প্রতিযোগিতা হতো। এখন প্রায় বিলুপ্তির পথে। তরুণ প্রজন্মকে এই খেলা সম্পর্কে জানাতে এবং গ্রামাঞ্চলের মানুষকে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.