কুষ্টিয়ার দৌলতপুরে নগদ ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা এবং এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ (১৯ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ভোররাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকার কাজলি খাতুন (৪৬) ও আব্রাহাম লিংকন (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি আইনের সুশাসন পুনর্নির্মাণে দেশব্যাপী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারবাহিকতায় রোববার বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা দৌলতপুর উপজেলার বৈরাগীরচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক হাজার পিস ইয়াবা, নগদ ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাজলি খাতুন (৪৬) ও আব্রাহাম লিংকনকে (২২) আটক করা হয়।
জব্দ করা মাদক, নগদ টাকা ও দুই মাদক ব্যবসায়ীকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।