ক্লাসরুমের সুষ্ঠু বণ্টনের দাবিতে টানা দুইদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালাবদ্ধ করে রাখার পর অবশেষে নিজেদের বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ফিরে পেলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
আজ (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বিভাগের শিক্ষার্থীরা।
ফলে নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের বাসসমূহ প্রায় এক ঘন্টা আটকে থাকে। পরেরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টরিয়াল বডি এবং দুই বিভাগের সভাপতির উপস্থিতিতে সমাধানে পৌঁছান তারা। এসময় বিভাগের সভাপতির আহ্বানে তালা খুলে দিয়ে বিভাগে চলে যায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আমাদের গতকাল আন্দোলনের পর আশ্বাস দেয়া হয়েছিলো যে, আজকে সকাল ১১:০৫ মিনিটের মধ্যে বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ফিরিয়ে দেয়া হবে। কিন্তু প্রশাসন এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিকেল পর্যন্ত। তাই আমরা আজকে আবার প্রধান ফটকে তালা ঝুলিয়েছি। এই সমস্যা একটা বিভাগ কেন্দ্রিক নয়। এইটা পুরো বিশ্ববিদ্যালয়ের সমস্যা। আমাদের আজকে বলা হয়েছে এক্ষুনি আমাদেরকে বরাদ্দকৃত শ্রেণিকক্ষগুলো বুঝিয়ে দেয়া হবে। এরপরও যদি প্রশাসন তাদের কথা রাখতে ব্যর্থ হয় তবে আমরা পুরো বিশ্ববিদ্যালয় শাট ডাওন করতে বাধ্য হবো।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, আমি এখনই উপ-উপাচার্য মহোদয়ের সাথে কথা এসেছি। আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ রবীন্দ্র-নজরুল ভবনের পূর্বপার্শ্বে সম্পূর্ণ ফ্লোর নিয়ে থাকবে এবং আমরা পশ্চিম পাশের সম্পূর্ণ ফ্লোর নিয়ে থাকবো।
তিনি আরও বলেন, আমাদের এখানে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের যা জিনিসপত্র রয়েছে তা আগামীকালের মধ্যে স্থানান্তর করা হবে এবং আমরা আজকে বিকেলের মধ্যেই আমাদের শ্রেণিকক্ষে জিনিসপত্র রাখবো।
এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং সুষ্ঠু সমাধানের ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।