× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন'কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পুলক রায়,নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধি।

১৯ জানুয়ারি ২০২৫, ১৭:০২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহাব উদ্দিন (৭৬) মারা গেছেন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে নালিতাবাড়ী পৌরশহরের চকপাড়া নিজ বাড়িতে তিনি মারা যান।

রবিবার বাদ জোহর হিরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজ মাঠে গার্ড অব অনার এবং নামাজে জানাজা শেষে নালিতাবাড়ী পৌরশহরের শাহী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহাব উদ্দিন অবিভক্ত নালিতাবাড়ী-কাকরকান্দি ইউনিয়ন পরিষদ ও পরবর্তীতে নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দুইবার কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। 

মৃত্যু কালে তিঁনি ছেলে, মেয়ে, স্ত্রী, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম সন্তান একজন দক্ষ রাজনীতিবিদ এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। দ্বিতীয় ছেলে ঠিকাদারী ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তৃতীয় ছেলে মোস্তাফিজুর রহমান পিপিএম বর্তমানে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে ভাতিজা ও মেয়ের জামাতাসহ স্বজনদের অনেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য স্থানে অধিষ্ঠিত রয়েছেন।

মো: শাহাব উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.